ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঘন কুয়াশায় কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৯
ঘন কুয়াশায় কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

মাদারীপুর: ঘন কুয়াশার কারণে মাদারীপুরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

শনিবার (১২ জানুয়ারি) ভোর সাড়ে চারটা থেকে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ফেরিঘাট সূত্র জানায়, ঘন কুয়াশায় পদ্মা নদীর দিক নির্দেশনামূলক বাতিগুলো ঝাপসা হয়ে এসেছে।

এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে ভোর চারটা থেকে ফেরি বন্ধ রাখা হয়েছে। কয়েকটি ফেরি মাঝ পদ্মায় নোঙর করে রাখা হয়েছে।  

বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ফেরিঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বাংলানিউজকে বলেন, কাঁঠালবাড়ী ঘাটে ফেরিতে গাড়ি লোড করে রাখা হয়েছে। কুয়াশা কমলেই ফেরিগুলো ছেড়ে যাবে।

বাংলাদেশ সময়: ০৭৪৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।