ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মগবাজার রেললাইনে বিকল ট্রাকে ট্রেনের ধাক্কা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৯
মগবাজার রেললাইনে বিকল ট্রাকে ট্রেনের ধাক্কা ফাইল ফটো

ঢাকা: রাজধানীর মগবাজার এলাকার রেললাইনের ওপর বিকল হওয়া ট্রাক ট্রেনের ধাক্কায় দুমরে-মুচড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। চালক ও হেলপার ট্রাকটি রেখে পালিয়ে গেছে বলে জানা গেছে।

শনিবার (১২ জানুয়ারি) ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোরের দিকে একটি ট্রাক মগবাজার এলাকার রেললাইনের ওপর বিকল হয়ে পড়ে।

এসময় সিলেট থেকে ছেড়ে আসা উপবন এক্সপ্রেস রেললাইনে ওপর থাকা ট্রাকটিকে ধাক্কা দিয়ে কমলাপুরের দিকে চলে যায়। তবে ট্রাকে ধাক্কা লাগার আগেই চালক-হেলপার নেমে পড়ে। পরে কমলাপুর থেকে ছেড়ে আসা বলাকা এক্সপ্রেস নামে আরেকটি ট্রেন ট্রাকটিকে আবারো ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়।

কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক মজুদার বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পরে র‌্যাকারের মাধ্যমে রেললাইন থেকে ট্রাকটি সরানো হয়েছে। চালক ও হেলপারকে খুঁজে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৯
এজেডএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।