ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বানিয়াচংয়ে পুলিশ এসল্ট মামলায় গ্রেফতার ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৯
বানিয়াচংয়ে পুলিশ এসল্ট মামলায় গ্রেফতার ৮ বাম থেকে দু’পক্ষের সংঘর্ষ ও পুলিশি তৎপরতা। ছবি: বাংলানিউজ

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচংয়ে সুদের কারবারি তাছু মিয়া ও ইউপি সদস্য ধন মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩৮ জনকে আসামি করে পুলিশ এসল্ট মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (১২ জানুয়ারি) দুপুর ১২টায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক। এর আগে থানার উপ পরিদর্শক (এসআই) জুলহাস আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

ওসি রাশেদ মোবারক বাংলানিউজকে জানান, ঘটনার পর পৃথক সময়ে পুলিশ ৮ জনকে গ্রেফতার করেছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তাৎক্ষণিকভাবে গ্রেফতারকৃতদের পরিচয় জানায়নি পুলিশ।

উপজেলা সদরের মাইজের মহল্লার বাসিন্দা চিহ্নিত সুদের কারবারি তাছু মিয়া ও ৩ নম্বর দক্ষিণ পূর্ব ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ধন মিয়ার মধ্যে পূর্ব বিরোধ ছিল। এ বিরোধ নিষ্পত্তির জন্য বৃহস্পতিবার বিকেলে গ্যানিংগঞ্জ বাজারে সালিশ বসে। একপর্যায়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পরে উভয়পক্ষের লোকজন কুয়ারপাড় এলাকায় কয়েক দফায় সংঘর্ষে লিপ্ত হয়। এতে অন্তত ২০ জন আহত হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এসময় কয়েকজন পুলিশও আঘাতপ্রাপ্ত হন।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।