ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর খুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৯
রূপগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর খুন

ঢাকা: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছনপাড়া এলাকায় আসলাম (১৭) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহতাবস্থায় বেলা ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক ওই কিশোরকে মৃত ঘোষণা করেন।



আসলামকে উদ্ধার করে ঢামেক নিয়ে স্থানীয় বাসিন্দা শাহিনুর ও বাবুল জানান, রূপগঞ্জ ছনপাড়া ৭ নম্বর ওয়ার্ডে আলমগীরের মুদি দোকানের সামনে বেলা সাড়ে ১১টার দিকে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। মনে হয় ওই তারা আসলামের পূর্বপরিচিত। তবে কেন ছুরি মেরেছে তার কারণ জানি না।

ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের পরিদর্শক বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, ছুরিকাঘাতে খুন হওয়া কিশোর আসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে।
 
বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
এজেডএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।