ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কোনো আপোস নয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কোনো আপোস নয়

নাটোর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, চাঁদাবাজি, সন্ত্রাসী ও দুর্নীতির বিরুদ্ধে কোনো আপোস নয়, জড়িতদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া হবে। কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। 

শনিবার (১২ জানুয়ারি) বিকেল ৫টায় নাটোরের সিংড়া কোর্ট মাঠে উন্নত, নিরাপদ ও সমৃদ্ধ সিংড়া গড়তে নাগরিক সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ঠিকাদাররা রাস্তায় দুর্নীতি করলে ব্যবস্থা নেওয়া হবে, নিম্মমানের কাজ করে জনগণ ভোগান্তির শিকার হবে, তা হবে না।

সাব রেজিস্ট্রার অফিসে উচ্চমূল্যে দলিল রেজিস্ট্রি হবে না। সড়কে কোনো প্রকার চাঁদাবাজি চলবে না। যারা চাঁদাবাজি করবে তাদের আইনে সোপর্দ করা হবে।

তিনি আরো বলেন, বিগত ১০ বছরে সিংড়াকে উন্নত, আধুনিক শহর হিসেবে গড়ে তোলা হয়েছে। এবার যুদ্ধ হবে সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতির বিরুদ্ধে, মাদক, সন্ত্রাসের বিরুদ্ধে।  

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

এসময় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জেলা পরিষদ সদস্য ও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।