ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নির্মাণাধীন আদালত ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
নির্মাণাধীন আদালত ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

সাতক্ষীরা: সাতক্ষীরায় নির্মাণাধীন চিফ জুডিশিয়াল আদালত ভবন থেকে পড়ে জুয়েল হোসেন নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

রোববার (১৩ জানুয়ারি) সকালে সাতক্ষীরা শহরের কোর্টপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নির্মাণ শ্র‌মিক জুয়েল যশোর জেলার বাঘারপাড়া গ্রামের বাসিন্দা।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলা‌নিউজকে বলেন, সাতক্ষীরা চিফ জু‌ডি‌শিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বহুতল ভবন নির্মাণের কাজ চলছে। সকালে ওই ভবনে কাজ করার সময় পড়ে গিয়ে মারাত্মক আহত হন জুয়েল। এসময় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।  

ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।