ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজউককে দুর্নীতি-হয়রানি মুক্ত করার আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
রাজউককে দুর্নীতি-হয়রানি মুক্ত করার আহ্বান গণপূর্ত মন্ত্রী শ. ম রেজাউল করিমকে সংবর্ধনা

ঢাকা: রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) দুর্নীতি ও হয়রানি মুক্ত করে জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ. ম রেজাউল করিম।

রোববার (১৩ জানুয়ারি) রাজউকের সভা কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। এসময় গৃহায়ণ ও গণপূর্ত সচিব শহিদ উল্লা খন্দকার, রাজউকের চেয়ারম্যান আব্দুর রহমান, সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



তিনি বলেন, রাজউকের অধিকাংশ কর্মকর্তারাই সৎ। কিন্তু কিছু কর্মকর্তার কারণে প্রতিষ্ঠানটির নামে মানুষের কাছে খারাপ ধারণা রয়েছে। তাদের বিরুদ্ধে ফাইল আটকে রাখা কিংবা প্লট সংক্রান্ত নানা দুর্নীতির অভিযোগ রয়েছে। তবে সব অভিযোগ সত্য নয়। কিন্তু আমার কথা হলো কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো অভিযোগই থাকবে কেন?

শ. ম রেজাউল করিম বলেন, আমি মন্ত্রী হিসেবে নয়, একজন মানুষ হিসেবে বিনয়ের সঙ্গে অনুরোধ করছি, গা ঝাড়া দিয়ে উঠুন, আমি নিশ্চয়তা দিচ্ছি কেউ অহেতুক হয়রানি হবেন না। আর স্থবির হয়ে থাকবে না। প্রতিষ্ঠানটিকে দুর্নীতি মুক্ত করে জনবান্ধব হিসেবে কাজ করেন।

রাজউক হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান। জনগণের টাকায় আপনাদের বেতন-ভাতাসহ সবধরনের সুবিধা দেওয়া হয়।

সুতারাং কেউ প্রতিষ্ঠানটিকে রাজনীতিকরণ করেব না। একই সঙ্গে সিবিএ নেতাদের রাজউক অথবা প্রতিষ্ঠানকে জিম্মি না করতে নির্দেশ দেন।

অনুষ্ঠানে রাজউক চেয়ারম্যান আব্দুর রহমান, রাজউকে এখনো দুর্নীতি আছে। তবে আগের চেয়ে কমেছে। আগামীতে আরো কমে আসবে।  

রাজউকের মাসিক আয় ৬০ কোটি টাকা আয় এবং ৯ কোটি খরচ হয়।  রাজউকের ফান্ডে ৩ হাজার ৫০০ কোটি টাকা মজুদ রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।