ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হাতিয়ায় চান্দের গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
হাতিয়ায় চান্দের গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় চান্দের গাড়ির ধাক্কায় রাফুল উদ্দিন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন। 

রোববার (১৩ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে ওছখালি-তমরদ্দি সড়কের স্টেডিয়াম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত রাফুল উদ্দিন উপজেলার তমরদ্দি ইউনিয়নের ক্ষিরদিয়া এলাকার মৃত বাবুলের ছেলে।

আহতদের নাম পরিচয় জানা যায়নি। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।
 
স্থানীয়া জানান, দুপুরে যাত্রীবাহী একটি চান্দের গাড়ি ওছখালি বাজারের দিকে আসছিল। গাড়িটি পথে স্টেডিয়াম এলাকায় এসে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রাফুল উদ্দিন নিহত হন। এসময় আহত হন মোটরসাইকেলের অপর আরোহী ও চান্দের গাড়ির অন্তত ১৪ যাত্রী।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান শিকদার বাংলানিউজকে জানান, আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।