ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাজেকে দুর্বৃত্তদের আগুনে পুড়ল মোটরসাইকেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৯
সাজেকে দুর্বৃত্তদের আগুনে পুড়ল মোটরসাইকেল

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে একদল দুর্বৃত্ত ভাড়ায়চালিত একটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। 

বুধবার (১৬ জানুয়ারি) বিকেলে ওই ইউনিয়নের বাঘাইহাটের কেংগাড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশ্য মো. নাছির নামে এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা তার গাড়ির গতিরোধ করে আগুন ধরিয়ে দেয়।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আনোয়ার ঘটনার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বা করা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।