ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শাহনাজের স্কুটি চুরি মামলার আসামির ২ দিনের রিমান্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৯
শাহনাজের স্কুটি চুরি মামলার আসামির ২ দিনের রিমান্ড শাহনাজের হাতে স্কটির চাবি তুলে দিচ্ছে পুলিশ, ছবি: সংগৃহীত

ঢাকা: নারী রাইডার শাহনাজের স্কুটি চুরির মামলার আসামি জোবাইদুল ইসলাম এডমন ওরফে জনির দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) কোর্ট।

বুধবার (১৬ জানুয়ারি) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) কোর্টের বিচারক মো. শহিদুল ইসলাম তার রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শেরেবাংলা নগর থানার উপ পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম খান তাকে আদালতে হাজির করে মামলার তদন্তের জন্য সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানার খামারবাড়ি এলাকা থেকে শাহনাজের স্কুটিটি অভিনব কৌশলে চুরি হয়। তখন উপার্জনের একমাত্র অবলম্বন হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন শাহনাজ। পরে শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৯
এমএআর/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।