ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জাবিতে হিম উৎসব শুরু বৃহস্পতিবার

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৯
জাবিতে হিম উৎসব শুরু বৃহস্পতিবার হিম উৎসব। ছবি: বাংলানিউজ

জাবি: ‘সু আশায় কেটে যাক কু আশার ঘোর’ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শুরু হচ্ছে তিন দিনব্যাপী হিম উৎসব।

‘পরম্পরায় আমরা’ নামক উন্মুক্ত প্লাটফর্মের আয়োজনে চতুর্থবারে মতো এ আয়োজন হতে যাচ্ছে। এবারের আয়োজন প্রয়াত সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করা হবে।

বুধবার (১৬ জানুয়ারি) আয়োজকদের একজন তাসবিবুল গণি নিলয় বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শিল্পের বাণিজ্যকরণ রোধে এ আয়োজন করা হচ্ছে। শিল্প সংস্কৃতিকে আমরা বাণিজ্যের কাছে হারিয়ে দিতে দেব না। আমরা এখন এমন একটা সময়ে বাস করছি, যেখান থেকে ধীরে ধীরে আমাদের লোকজ সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। আমরা চাই, আমাদের লোকজ সংস্কৃতি হাজার বছর টিকে থাক। গ্রাম বাংলার হারানো সংস্কৃতিগুলো আবারো পুনর্জীবিত হোক। তাই আমরা চাই, এই আয়োজনের মাধ্যমে আমাদের সংস্কৃতি যেন ফিরে পায় নতুন প্রাণ।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশ থেকে হিমযাত্রার মাধ্যমে এ আয়োজন শুরু হবে।

অনুষ্ঠানের প্রথমদিন থাকছে সাপ-লাঠি খেলা, মনিপুরী নৃত্য, সঙ ও গাজী কালুর গান।

দ্বিতীয় দিন শুক্রবার (১৮ জানুয়ারি) থাকছে আর্ট ক্যাম্প, শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান এবং শেষ দিন শনিবার (১৯ জানুয়ারি) সকাল ১১টায় থাকছে কনসার্ট এবং বাংলা ফাইভের অ্যালবাম ‘কনফিউশন’ এর প্রকাশনা।

এছাড়া প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া চত্বরে থাকছে দিনব্যাপী পেইন্টিং ও আলোকচিত্র প্রদর্শনী।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৯
আরবি/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।