ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পীরগঞ্জে বাসচাপায় নারীসহ নিহত ৩

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৯
পীরগঞ্জে বাসচাপায় নারীসহ নিহত ৩

রংপুর: রংপুরের পীরগঞ্জ উপজেলায় বাসচাপায় এক নারীসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বিশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পীরগঞ্জ উপজেলার হরিরাম শাহাপুর গ্রামের শাহিনুর রহমান (২৪) মুশফিকুর রহমান (১৫) ও রুমি আখতার (২২)।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র বাংলানিউজকে বলেন, সন্ধ্যায় রংপুর-ঢাকা মহাসড়কের বিশমাইল এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস একটি মোটরসাইকেলকে ধাক্কায় দেয়।  
এতে ঘটনাস্থলেই এক নারীসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হন।

তিনি আরো জানান, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা লালদিঘী থেকে বিশমাইল এলাকা পর্যন্ত রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।