ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

মাধবপুরে ধর্ষণের অভিযোগে আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
মাধবপুরে ধর্ষণের অভিযোগে আটক ৩

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ জানুয়ারি) ভোরে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলার বেলাপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে খুরশেদ আলী (১৬), বানিয়াপাড়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে মনির হোসেন (২০) ও বহরা গ্রামের রঙ্গু মিয়ার ছেলে আবদাল মিয়া (২০)।  

ভিকটিমের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের সুলতানপুর গ্রামের ওই কিশোরী একই উপজেলার চৌমুহনী ইউনিয়নের বেলাপুরে তার নানার বাড়িতে থাকতো।

বুধবার রাতে মেয়েটিকে ফুসলিয়ে স্থানীয় একটি ব্রিজের পাশে নিয়ে ধর্ষণ করে লম্পটরা। পরে ওই তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।  

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বাংলানিউজকে বলেন, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।