ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

বেসিকের ১৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
বেসিকের ১৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ঢাকা: বেসিক ব্যাংকের ডিজিএম মো. ইমরুল ইসলাম ও শাকির   মাহমুদ   শরফুদ্দীনসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তাদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যহার করে অসৎ উদ্দেশ্যে অপরাধমূলক অসদাচারণ ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে বেসিক ব্যাংক লিঃ, গুলশান শাখার ৬ কোটি ৩৭ লাখ ৮৫ হাজার ৩৯ টাকা যা সুদ-আসলে ৭ কোটি ৯২ রাখ ৪২ হাজার ৩৯৩ টাকা ঋণ আদান-প্রদানের মাধ্যমে আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে।

বুধবার (২৩ জানুয়ারি) রাজধানীর গুলশান থানায় দণ্ডবিধির ৪০৯/৪০৬/১০৯/১৬৮ এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭  এর ৫(২) ধারায় মামলাটি দায়ের করেছেন দুদকের   প্রধান কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম।

আসামিরা হলেন- মিসেস রোজিনা আহম্মেদ, মো. মোশারফ হোসেন, ঢালী মোয়াজ্জেম হোসেন, মো. মোতলেব হোসেন, মো. মোফাজ্জল হোসেন, মো. শাহ আলমভুইয়া, ফারুক   আহমেদ   ভুইয়া, মো.   ইমরুল   ইসলাম, শাকির   মাহমুদ   শরফুদ্দীন, এস আসিফ আহমেদ, ইঞ্জিনিয়ার   এম  (মোশারফ)  হোসেন  ভুঁইয়া, ইঞ্জিনিয়ার মো. মহিউদ্দিন সিকদার, মো.   খলিলুর   রহমান   ভূইয়া।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
আরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।