ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

জাতীয় পাঠাগার আন্দোলনের কার্যকরী পরিষদ গঠন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
জাতীয় পাঠাগার আন্দোলনের কার্যকরী পরিষদ গঠন প্রতিষ্ঠাবার্ষিকীতে জাপাআর সদস্যরা।

ঢাকা: জাতীয় পাঠাগার আন্দোলনের (জাপাআ) কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। এতে আরিফ চৌধুরী শুভকে সভাপতি ও মো. সোহেল রানাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। 

মঙ্গলবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে মনোমুগ্ধকর আয়োজনে মধ্য দিয়ে দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে সংগঠনটির সদস্য, উপদেষ্টারা ও শুভাকাঙ্খিরা।

এ সময় ৩৩ সদস্যের একটি কার্যকরী পরিষদ ঘোষণা করেন উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, বুয়েটের সাবেক ডিন ও এশিয়ার অ্যাডুকেশন এক্সিলেন্স অ্যাওয়ার্ডপ্রাপ্ত গবেষক ড. এম ফিরোজ আহমেদ।

তিনি বলেন,  জাতীয় পাঠাগার আন্দোলন দেশব্যাপী পাঠাগার গড়ার যে উদ্যোগ গ্রহণ করেছে আমি তাকে সাধুবাদ জানাই। সমাজের তরুণদের একটা অংশ সেই দায়িত্ব পালন করে যাচ্ছে। জাতীয় পাঠাগার আন্দোলন পাঠাগার গড়ার মাধ্যমে এ সমাজকে সত্যিকারে একদিন বদলে দেবে বলে আমি বিশ্বাস করি।

পরে ড. এম ফিরোজ জাপাআ’র ওয়বসাইটেরও উদ্বোধন করেন।

‘বই পড়ি পাঠাগার গড়ি স্লোগানে’ বাংলাদেশের প্রতিটি গ্রামে অন্তত একটি করে পাঠাগার গড়ে তোলা। সেই লক্ষ্যে ২০১৭ সালের ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করে সংগঠনটি।

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।