ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

চীনা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন শেখ হাসিনা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
চীনা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা: চীনা নববর্ষ উপলক্ষে দেশটির জনগণ ও সরকারের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীন সরকারের কাছে পাঠানো এক বার্তায় প্রধানমন্ত্রী এ শুভেচ্ছা জানান। 

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) ঢাকার চীনা দূতাবাস এ তথ্য জানিয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনা নববর্ষ উপলক্ষে পাঠানো বার্তায় বলেন, বাংলাদেশ সরকার ও আমার পক্ষ থেকে চীনা নববর্ষ উপলক্ষে চীনের জনগণ ও সরকারের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

বাংলাদেশ ও চীনের মধ্যে পারস্পরিক আস্থা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দু’দেশ যৌথভাবে উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।  

দু’দেশের মানুষের মধ্যে ঐতিহাসিক সাংস্কৃতিক বন্ধন রয়েছে বলেও উল্লেখ করেন শেখ হাসিনা।

চীনা নববর্ষে দেশটির জনগণ শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের পথে এগিয়ে যাবে বলে প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রী।

আগামী ৫ ফেব্রুয়ারি চীনা নববর্ষ উদযাপিত হবে।  

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
টিআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।