ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

ঘোড়াঘাটে ছেলেদের হাতে বাবা খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
ঘোড়াঘাটে ছেলেদের হাতে বাবা খুন

দিনাজপুর: পারিবারিক কলহের জের ধরে দিনাজপুরের ঘোড়াঘাটে ছেলেদের মারধরে বাবা আইয়ুব আলীর (৬৬) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার ১নং বুলাকিপুর ইউনিয়নের লোহারবন্দ গ্রামে এ ঘটনা ঘটে। দুপুর ১২টায় ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘোড়াঘাট ১নং বুলাকিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহফুজার রহমান লাবলু বাংলানিউজকে জানান, পারিবারিক বিষয় নিয়ে সকালে আইয়ুব আলীর সঙ্গে তার ছয় ছেলে- শরিফুল ইসলাম (৩৫), তরিকুল ইসলাম (৩৮), তৌহিদুল ইসলাম (২৭), রজ্জব আলী (২৫), আতিয়ার রহমান (২১) ও আরিফুল ইসলামের (১৮) কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে তার ৬ ছেলে আইয়ুব আলীকে মারধর করেন। এতে আইয়ুব আলী গুরুতর আহত হন। এরপর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তিনি মারা যান।
 
এ ঘটনায় ঘোড়াঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।