ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

জালিয়াতির ঘটনায় জনতা ব্যাংকের তিন কর্মকর্তা গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
জালিয়াতির ঘটনায় জনতা ব্যাংকের তিন কর্মকর্তা গ্রেফতার

ঢাকা: জাল জালিয়াতির মাধ্যমে ব্যাংক থেকে কোটি কোটি টাকা লুটপাটের অভিযোগে জনতা ব্যাংকের তিন কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এরা হলেন- ব্যাংকটির পটুয়াখালীর নতুন বাজার শাখার সাবেক সহকারী নির্বাহী কর্মকর্তা মীর জালাল উদ্দীন, নজরুল ইসলাম ও সহকারী ব্যবস্থাপক আব্দুল আলী।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) পটুয়াখালীর দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মানিক লাল দাসসহ দুদকের আটে দল তাদের গ্রেফতার করে।

দুদকের উপ পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার হওয়া ৩ জনের বিরুদ্ধে পারস্পরিক যোগসাজশে ২৪৪ জন ভুয়া সরকারি চাকরিজীবীকে ঋণগ্রহীতা দেখিয়ে তাদের নামে জাল প্রত্যয়নপত্র তৈরি করে জনতা ব্যাংক লি. নতুনবাজার শাখা, পটুয়াখালী থেকে ২ কোটি ৩৫ লাখ ৪৭ হাজার টাকা উত্তোলন করে ভূয়া বিতরণ দেখিয়ে আত্মসাতের অভিযোগ ও প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।  

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
আরএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।