ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

বান্দরবান: বান্দরবানে বিদ্যুৎ সঞ্চালন লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আরাভিন ইসলাম (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে শহরের লালব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরাভিনের বাড়ি কুষ্টিয়া জেলার ভোলবাড়িয়া গ্রামে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিদ্যুতের খুঁটিতে উঠে সঞ্চালন লাইনের কাজ করার সময় হঠাৎ করে দুর্ঘটনাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান আরাভিন। এসময় আরেক শ্রমিক আহত হন। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠিয়ে দেয়।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, নিহত শ্রমিকের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।