ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ১২ জুয়াড়িসহ আটক ১৫

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
ময়মনসিংহে ১২ জুয়াড়িসহ আটক ১৫ আটক জুয়াড়ি ও মাদকবিক্রেতারা, ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহে পৃথক অভিযান চালিয়ে ১২ জুয়াড়ি ও তিন মাদকবিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটক ব্যক্তিরা হলেন- রমজান আলী ফকির (৪৮), শফিকুল ইসলাম (৩১), স্বপন মিয়া (২৪), আব্দুল সাত্তার (৪১), শাখাওয়াত হোসেন (৪০), সারোয়ার (২৩), আব্দুল হাই (৪২), রফিকুল ইসলাম (৫৫), মোখলেছ (৩০), শফিকুল ইসলাম (২৫), আজিজুল হক (২৩), আকরাম হোসেন (৩৫), মাদকবিক্রেতা হাতেম খাঁ ওরফে জাহাঙ্গীর (৪২), আয়াতউল্লাহ (২৫) ও রোমান মিয়া (২৪)।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার জেলার ফুলপুরের পাড়তলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নগদ ৪ হাজার ৫৫০ টাকা ও জুয়া খেলার সামগ্রীসহ ১২ জুয়াড়িকে আটক করেছে ডিবি।

এছাড়া গৌরীপুরের বাহাদুরপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২১ পিস ইয়াবাসহ একজন ও ঈশ্বরগঞ্জের দত্তপাড়া থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ আরও দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।