ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ

ঢাকা: চতুর্থবার সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি এ ভাষণ দেবেন। বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড ও বাংলাদেশ বেতারে এ ভাষণ একযোগে প্রচার করা হবে।

 

প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর ৭ জানুয়ারি টানা তৃতীয় বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। বাংলাদেশে ইতিহাসে শেখ হাসিনা চার বারের নির্বাচিত প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।