ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

দুদক কর্মকর্তা পরিচয়ে ঘুষ, প্রতারক গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৯
দুদক কর্মকর্তা পরিচয়ে ঘুষ, প্রতারক গ্রেফতার

ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা পরিচয়ে ঘুষ নেওয়ার সময় হাসান মুন্না ওরফে রফিক নামে এক প্রতারককে গ্রেফতার করেছে দুদক।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনের গোন্ডেন প্লেট রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে দুদক গোয়েন্দা ইউনিট। এ বিষয়ে পল্টন থানায় একটি মামলা হয়েছে।



দুদকের উপ পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বাংলানিউজকে জানান, প্রতারক রফিক বিআইডব্লিউটি’র যুগ্মপরিচালক গুলজার আলীর কাছে বেশ কিছুদিন ধরে ২ লাখ টাকা দাবি করে আসছিলেন। গুলজারের অনেক অপকর্মের তথ্য তার কাছে আছে এমন দাবিও করেছিল রফিক। তিনি দুদকের উপ পরিচালকের সহকারী হিসেবেও পরিচয় দিয়ে আসছিলেন। আবার নিজের পরিচয় বলেছিল দুদক কর্মকর্তা।  

এ বিষয়ে গুলজার দুদকে অভিযোগ করলে রফিককে ধরতে ফাঁদ পাতে দুদকের গোয়েন্দা ইউনিট। গোয়েন্দা ইউনিটের প্রধান মীর জয়নুল আবেদিনের তত্ত্বাবধানে এ গ্রেফতার অভিযান চালায় দুদক।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
আরএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।