ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

নিহত পোশাক শ্রমিকের পরিবারকে বাণিজ্যমন্ত্রীর অনুদান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৯
নিহত পোশাক শ্রমিকের পরিবারকে বাণিজ্যমন্ত্রীর অনুদান নিহত সুমনের পরিবারকে বাণিজ্যমন্ত্রীর আর্থিক অনুদান

ঢাকা: মজুরি বৈষম্য নিরসনের দাবিতে তৈরি পোশাক শ্রমিকদের আন্দোলন চলাকালে আশুলিয়ায় নিহত শ্রমিক সুমনের পরিবারকে ১ লাখ টাকা নগদ আর্থিক অনুদান দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে নিজ কার্যালয়ে নিহত সুমনের স্ত্রী তানিয়া এবং বাবা আমীর আলীর হাতে অনুদানের টাকা হস্তান্তর করেন তিনি।

পোশাক শ্রমিকদের আন্দোলনের মধ্যে জানুয়ারির শুরুতে সাভারের আশুলিয়ায় সুমন নিহত হয়েছিলেন।

অনুদান হস্তান্তরের সময় বাণিজ্যসচিব মো. মফিজুল ইসলামসহ বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।