ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

নাইক্ষ্যংছড়িতে মিয়ানমার সেনাবাহিনীর সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৯
নাইক্ষ্যংছড়িতে মিয়ানমার সেনাবাহিনীর সদস্য আটক

বান্দরবান: বান্দরবানের মিয়ানমার নাইক্ষ্যংছড়ি সীমান্তের পাহাড়ি এলাকা হতে মিয়ানমারের সেনাবাহিনীর এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) বিকেলে বাংলাদেশের ভূখণ্ডের লেম্বুছড়ি সীমান্তের পাহাড়ি এলাকা হতে তাকে আটক করা হয়। আটক ওই সেনা সদস্যের নাম অং বো থিন।

তার বাড়ি মিয়ানমারের ইয়াংগুনে বলে জানা যায়।

বিজিবি জানায়, লেম্বুছড়ি সীমান্তের পাহাড়ি এলাকায় ঘোরাফেরা করার সময় স্থানীয়রা তাকে আটক করে ভাল্লুক খাইয়া বিজিবি ক্যাম্পে সোপর্দ করে। তাকে নাইক্ষ্যংছড়ি লেম্বুছড়ি সীমান্তের ওপারে বেন্ডুলা ক্যাম্পে সংযুক্ত করে দায়িত্ব দেওয়া হয়। গত দু’দিন আগে ওই সেনা সদস্য ক্যাম্প থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে।

বিজিবি কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল বায়েজিদ খান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আটক সেনা সদস্যকে নাইক্ষ্যংছড়ি বিজিবি-১১ ব্যাটালিয়নে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিয়ানমার সেনাবাহিনীর ২৮৭ ব্যাটালিয়নের সদস্য বলে স্বীকার করেছে।
 
বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।