ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

অনঅনুমোদিত ভবনের বিরুদ্ধে দুদকের অভিযান জোরদার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৯
অনঅনুমোদিত ভবনের বিরুদ্ধে দুদকের অভিযান জোরদার

ঢাকা: নকশা বহির্ভুত অনঅনুমোদিত ভবনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একে একে এসব ভবন উচ্ছেদ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

এরই অংশ হিসেবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের   (রাজউক) অনুমোদিত নকশার বাইরে ভবন   নির্মাণের অভিযোগে বৃহস্পতিবার (২৪ জানুয়ারি)   রাজধানীর কদমতলীতে অভিযান চালায় দুদক।   

দুর্নীতি দমন কমিশন অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) আসা এ সংক্রান্ত  এক অভিযোগের পরিপ্রেক্ষিতে সহকারী পরিচালক সাইদুজ্জামান নন্দন ও উপসহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলামের সমন্বয়ে গঠিত পুলিশসহ সাত সদস্যের একটি টিম তখনই এ অভিযান চালায়।

অভিযানে অংশগ্রহণ করেন রাজউক জোন-০৮ এর অথরাইজড অফিসার মাকিদ আহসানসহ তিন জন।   

দুদক টিম সরেজমিনে পরিমাপ করে দেখতে পায়,   রাজউকের নকশায় ১৩৯৭ বর্গফুটের অনুমোদন   থাকলেও ২৫৪৩ বর্গফুট জায়গা নিয়ে ভবনটি নির্মাণ  চলছিল।   

রাজউক কর্তৃপক্ষ জানায়, বর্ধিত অংশ অপসারণের জন্য তিন দফা নোটিশ দেওয়া সত্ত্বেও ভবন মালিক তা সরায়নি। পরে দুদক টিমের উপস্থিতিতে রাজউক কর্তৃপক্ষ বৃহস্পতিবারই ওই ভবনের নির্মাণ কাজ বন্ধ করে দেয়।  

এছাড়াও ভবনটি উচ্ছেদের জন্য রাজউক কর্তৃপক্ষকে নির্দেশনাও দেয় দুদক। একই সঙ্গে দুদক টিম পার্শ্ববর্তী একটি অনুমোদন বহির্ভূত ভবনেরও নির্মাণকাজ বন্ধ করে দেয়।

এ বিষয়ে দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের প্রধান সমন্বয়ক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর   চৌধুরী শুক্রবার বাংলানিউজকে বলেন, দুদক ভবন নির্মাণে দুর্নীতি বন্ধে অভিযান অব্যাহত রাখবে। এক্ষেত্রে দুর্নীতির সঙ্গে জড়িতদের আইনের মুখোমুখি করা হবে।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৯
আরএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।