ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোণায় মাদকসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৯
নেত্রকোণায় মাদকসহ আটক ৩ আটক তিনজন। ছবি-বাংলানিউজ

নেত্রকোণা: নেত্রকোণা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মদ ও গাঁজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৫ জানুয়ারি) ভোরে ও সকালে তাদের আটক করা হয়।
 
আটক ব্যক্তিরা হলেন-শহরের আনন্দবাজার এলাকার শামছু মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২২), উত্তর সাতপাই এলাকার মো. জয়নাল আবেদীনের ছেলে মো. জুয়েল (৩০) ও মোক্তারপাড়া মসজিদ কোয়াটার এলাকার মৃত আব্দুস ছামাদ খানের ছেলে আব্দুস রব খান মাসুম (৩৫)।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান বাংলানিউজকে জানান, তিনজনকে আটক করার সময় নয় লিটার মদ ও ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় পৃথকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।