ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে বাসচাপায় বৃদ্ধ নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৯
গাজীপুরে বাসচাপায় বৃদ্ধ নিহত

গাজীপুর: গাজীপুরের পোড়াবাড়ী ইপসা গেট এলাকায় বাসচাপায় মহর আলী খান (৭০) নাম এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শুক্রবার (২৫ জানুয়া‌রি) সকাল  ‌১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

গাজীপুর মেট্রোপ‌লিটন সদর থানার উপ-প‌রিদর্শক (এসআই) মো. রিয়াজ বাংলানিউজকে জানান, গাজীপুরের পোড়াবাড়ী ইপসা গেট এলাকার ঢাকা ময়মন‌সিংহ মহাসড়কের পাশে দাঁ‌ড়িয়ে ছিল মহর আলী।

এ সময় এক‌টি বাস নিয়ন্ত্রণ হা‌রিয়ে তা‌কে চাপা দেয়। এ‌তে ঘটনাস্থলেই মারা যান তিনি।

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মে‌ডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাসচালককে আটক করা হয়েছে বলেও জানান এসআই রিয়াজ।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, জানুয়া‌রি ২৫, ২০১৯
আরএস/আরআইএস/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।