ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

মাশরাফির নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৯
মাশরাফির নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কম্বল বিতরণ নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কম্বল বিতরণ অনুষ্ঠান, ছবি: বাংলানিউজ

নড়াইল: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার হাতে গড়া সংগঠন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের পক্ষ থেকে গরিব ও দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৫ জানুয়ারি) বেলা ১১ টায় শহরের আলাদাৎপুর এলাকায় দেড় হাজার গরিব ও দুঃস্থদের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়।

এসময় নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন, ফাউন্ডেশনের সহ-সভাপতি মো. নাহিদুর ইসলাম, যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট কাজী বশিরুল, সমন্বয়ক মো. রাসেল বিল্লাহ, ফাউন্ডেশনের কর্মকর্তারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।