ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

নড়াইলে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৯
নড়াইলে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮ দগ্ধদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি-বাংলানিউজ

নড়াইল: নড়াইল সদর উপজেলার হবখালি ইউনিয়নের সাধুখালি গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে একই পরিবারের আটজন দগ্ধ হয়েছেন।

শুক্রবার (২৫ জানুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।  

দগ্ধদের মধ্যে- আবদুস সোবহানের মেয়ে মুন্নি আক্তার (১৬) ও ছেলে সিফাত (১০), আলতাফ হোসেনের ছেলে খন্দকার ইমরান (৪২), ইউসুফ ফকিরের ছেলে সবুর ফকির (৪৫), খবির মোল্যার স্ত্রী লিপি বেগমের (৩০) অবস্থা আশঙ্কাজনক।

তাদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

বাড়ির মালিক সবুর ফকির বাংলানিউজকে জানান, বাড়ির চুলায় গ্যাসের একটি নতুন সিলিন্ডার লাগানোর হয়। চুলা জ্বালাতে গেলে সেখানে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে বালুর বস্তা দিয়ে সিলিন্ডার ও চুলা চাপা দেওয়া হয়। আগুন নিভে গেছে ভেবে আবারো ঘরে গিয়ে বস্তা সরাতে গেলে সিলিন্ডারটি বিস্ফোরণ হয়।

নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আহাদুজ্জামান বাংলানিউজকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে গ্যাসের সিলিন্ডারটি বাড়ির বাইরে এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় আহত ৮ জনকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়।
  
নড়াইল সদর হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক হাফিজুর রহমান মুক্ত বাংলানিউজকে জানান, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে পাঁচজনের ৬০ থেকে ৭০ শতাংশ পুড়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৯ আপডেট: ১৩৪৯ ঘণ্টা
এনটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।