ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

সাগরে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৯
সাগরে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু

পটুয়াখালী: কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে গোসল করতে নেমে আলী আকবর (২০) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ জানুয়ারি) বেলা ১২টায় স্থানীয়দের সহায়াতায় কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ আলী আকবরের মরদেহ উদ্ধার করে। নিহত আলী আকবর পিরোজপুর জেলার ভাইজোড়া গ্রামের মো. সিদ্দিকুর রহমানের ছেলে।

কুয়াকাটা টুরিস্ট পুলিশের পরিদর্শক মো. খলিলুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

অপরদিকে, একই সময় সাগরে গোসল করতে গিয়ে পিরোজপুরের মো. সুজন (২২) এবং গাজীপুরের আসমা আক্তার অসুস্থ্য হয়ে পড়েন। তাদের উদ্ধার করে কুয়াকাটার তুলাতলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই হাসপাতালের চিকিৎসক মো. বেল্লাল হোসেন বাংলানিউজকে জানান, বর্তমানে তারা আশঙ্কামুক্ত। তাদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।