ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

ফেনী রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
ফেনী রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন আরিফুল আমিন রিজভী ও মাঈন উদ্দিন।

ফেনী: ফেনীতে কর্মরত সাংবাদিকদের সংগঠন ফেনী রিপোর্টার্স ইউনিটির কার্যকরী পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে সাপ্তাহিক নীহারিকার ভারপ্রাপ্ত সম্পাদক আরিফুল আমিন রিজভী ও সাধারণ সম্পাদক পদে দৈনিক স্টার লাইনের নির্বাহী সম্পাদক মো. মাঈন উদ্দিন নির্বাচিত হন।

এছাড়া সহ-সভাপতি পদে দৈনিক নয়াপয়গাম সম্পাদক মো. এনামুল হক পাটোয়ারী, সহ-সাধারণ সম্পাদক পদে মোহনা টেলিভিশনের ফেনী প্রতিনিধি দিদারুল আলম, কোষাধ্যক্ষ পদে দৈনিক ইনকিলাবের ফেনী প্রতিনিধি মো. ওমর ফারুক, দফতর সম্পাদক পদে দৈনিক স্টার লাইনের স্টাফ রিপোর্টার মাঈন উদ্দিন পাটোয়ারী, প্রচার সম্পাদক পদে দৈনিক বণিক বার্তার ফেনী প্রতিনিধি নুর উল্লাহ কায়সার এবং নির্বাহী পরিষদ সদস্য পদে সাপ্তাহিক নির্ভীক সম্পাদক জাফর সেলিম নির্বাচিত হন।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) রাত ৯টায় মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে একাধিক প্রার্থী না থাকায় গঠিত নির্বাচন কমিশন তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৯
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।