ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

রূপপুর প্রকল্পের অগ্রগতি মনিটরিংয়ে সমন্বয় সভা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
রূপপুর প্রকল্পের অগ্রগতি মনিটরিংয়ে সমন্বয় সভা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ঢাকা: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম অগ্রগতি মনিটরিংয়ের বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ জানুয়ারি) এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

এতে মুখ্য সমন্বয়ক (এসডিজি) আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

এইদিন সন্ধ্যায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সভায় প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সভায় মন্ত্রী বলেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সব ধরনের সেফটির মানদণ্ড ও গাইড লাইন এবং বাংলাদেশের বিদ্যমান আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ করে প্রকল্পের সব ধরনের কার্যক্রম এগিয়ে যাচ্ছে।

সভায় উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর, রোসাটমের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব, সচিবর ও বিভিন্ন সংস্থার প্রধানরা।  

সভা শেষে মুখ্য সমন্বয়কসহ (এসডিজি) কর্মকর্তারা প্রকল্প এলাকা পরিদর্শন করে কাজের অগ্রগতি দেখেন।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৯
এসকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।