ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ মাদকবিক্রেতা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ মাদকবিক্রেতা নিহত

কুষ্টিয়া: কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হাবিবুর রহমান হুব্বা (৫০) নামে এক মাদকবিক্রেতা নিহত হয়েছেন। এ সময় চারজন পুলিশ আহত হয়েছেন।

শুক্রবার (২৫ জানুয়ারি) দিনগত সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার মোল্লাতেঘরিয়া ক্যানেলপাড়ায় এ ঘটনা ঘটে।  নিহত মাদকবিক্রেতা শহরের আড়ুয়াপাড়া ছোট ওয়ারলেস এলাকার মৃত সিরাজ মালিথার ছেলে।



কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ক্যানেলপাড়ায় একদল মাদকবিক্রেতা অস্ত্র ও মাদকসহ অবস্থান করছে। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে, উপস্থিতি টের পেয়ে দু’পাশ থেকে মাদকবিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে পুলিশও পাল্টা গুলি ছুড়লে তারা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে পুলিশ গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে পুলিশ ৮শ পিস ইয়াবা, ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড পিস্তলের গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করেছে। তার বিরুদ্ধে মডেল থানায় একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।  

বাংলাদেশ সময়: ০৮৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।