ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ভারতের ৭০তম প্রজাতন্ত্র দিবস উদযাপন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
রাজশাহীতে ভারতের ৭০তম প্রজাতন্ত্র দিবস উদযাপন রাষ্ট্রপতির বাণী পড়ে শোনাচ্ছেন রাজশাহীতে নিযুক্ত সহকারী হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি অজয় কুমার মিশ্র।

রাজশাহী: রাজশাহীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে ভারতের ৭০তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার (২৬ জানুয়ারি) সকাল ৯টায় মহানগরের উপশহরে অবস্থিত সহকারী হাই কমিশনে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করেন সহকারী হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি ও হেড অব দি চ্যান্সরি অজয় কুমার মিশ্র।

এসময় ভারতের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

পরে ভারত সরকারের পক্ষে রাষ্ট্রপতির বাণী পড়ে শোনান রাজশাহীতে নিযুক্ত সহকারী হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি অজয় কুমার মিশ্র।

সহকারী হাই কমিশনের কর্মকর্তা ও কর্মচারীসহ রাজশাহীতে অবস্থানরত ভারতীয় নাগরিকরা এসময় সেখানে উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে কমিশনের পক্ষে রাতে রয়েছে নৈশ ভোজ।

প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে মহানগরের বিশিষ্ট শিক্ষাবিদ, সংবাদপত্রের সম্পাদক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সরকারী কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এদিকে, রাজশাহীতে থাকা ভারতীয় সহকারী হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি অজয় কুমার মিশ্র ভারতের ৭০তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মহানগরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
এসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।