ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

মধুপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
মধুপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 
 

শনিবার (২৬ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার দামপাড়া ও আকাশী গ্রামের মাঝে খোলা মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  

এরআগে, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক এমপি ঘোড়দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন।

 

উদ্বোধনকালে কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেন, ঘোড়দৌড় আবহমান বাংলার একটি লোকজ সংস্কৃতি। এটি নির্মল আনন্দের উৎস। একে ঘিরে এলাকায় যে উৎসবের আমেজ সৃষ্টি হয় তা অন্যকিছুতে পাওয়া যাবে না। এ সংস্কৃতি চর্চার মাধ্যমে বাঁচিয়ে রাখতে হবে।

প্রতিবারের মতো মধুপুর উপজেলার আকাশী বঙ্গবন্ধু ক্লাব এ ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, বগুড়া, সিরাজগঞ্জ, রাজশাহীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে শতাধিক ঘোড়-সওয়ারি ঘোড়া নিয়ে অংশ নেয়।

এসময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার, উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খন্দকার শফিউদ্দিন মনি, পৌর মেয়র মাসুদ পারভেজ প্রমুখ ।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।