ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে মাসব্যাপী শিল্প বাণিজ্য মেলা শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
ময়মনসিংহে মাসব্যাপী শিল্প বাণিজ্য মেলা শুরু শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহে শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। 

শনিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান।

দি ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. আক্কাস উদ্দিন ভূঁইয়া, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, সিটি করপোরেশনের প্রশাসক ইকরামুল হক টিটু, জেলা পরিবহন মটর মালিক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোমতাজ উদ্দিন মন্তা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দি ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি শংকর সাহা। মেলায় ৭০ টি স্টল রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯ 
এমএএএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।