ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয়

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় ভারতীয় হাইকমিশন আয়োজিত ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান

ঢাকা: বাংলাদেশ ও ভারতের মধ্যে যে ঐতিহাসিক বন্ধন রয়েছে, তা সুদৃঢ় করার প্রত্যয়ের মধ্যে দিয়ে ঢাকায় ভারতের প্রজাতন্ত্র দিবস পালিত হয়েছে। দেশটির ৭০তম প্রজাতন্ত্র দিবসে দুই দেশের মধ্যে ঐক্য আরো দৃঢ় করার জন্য অঙ্গীকার ব্যক্ত হয়।

শনিবার ( ২৬ জানুয়ারি) ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এ অঙ্গীকার ব্যক্ত করেছেন উভয় দেশের নেতারা।

ভারতের ৭০তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সন্ধ্যায় বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে দিবসটি উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন।

অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ ও ভারতের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এতে উদ্বোধনী বক্তব্য রাখেন ভারতীয় হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. আদর্শ সোয়াইকা।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে বহুমুখী সম্পর্ক বিস্তৃত। মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে এই সম্পর্ক গড়ে উঠেছে। আগামীতে এই সম্পর্ক আরো সুদৃঢ় করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. আদর্শ সোয়াইকা বলেন, বাংলাদেশ ও ভারত গণতন্ত্রের মূল্যবোধ প্রতিষ্ঠায় বিশ্বাসী। আর প্রতিবেশী দেশ হিসেবে ভারত বাংলাদেশকে সবচেয়ে প্রাধান্য দিয়ে থাকে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশকে প্রাধান্য দিচ্ছেন। আগামী দিনে দুই দেশের মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় করার অঙ্গীকার করেন আদর্শ সোয়াইকা।  

অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, রাজনীতিবিদদের মধ্যে মতিয়া চৌধুরী, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, রাশেদ খান মেনন, মঈনুদ্দীন খান বাদল, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো, ইউরোপীয়  ইউনিয়নের রাষ্ট্রদূত রেনসে তিরিঙ্কসহ বিভিন্ন দেশের কূটনীতিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।