ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

গ্রামে নগরায়নের গুরুত্বারোপ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
গ্রামে নগরায়নের গুরুত্বারোপ

ঢাকা: শহর ও গ্রামের তারতম্য কমিয়ে আনতে ‘গ্রাম হবে শহর’ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা। 

তারা বলছেন, সমন্বিত পরিকল্পনার মাধ্যমে টেকসই উন্নয়ন করতে হবে। গ্রামে নগরের সুবিধা পেলে শহরমুখী হবে না মানুষ।

ফলে শহরে মানুষের চাপ কমে আসবে।  

রোববার (২৭ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও গবেষণা প্রতিষ্ঠান বারসিকের যৌথ উদ্যাগে আয়োজিত ‘গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়ন ও গ্রাম উন্নয়ন নীতিমালা’ শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেন।  

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষক সজল চৌধুরী। বক্তব্য রাখেন পবার সাধারণ সম্পাদক ডা. আব্দুস সোবহান, বুয়েটের নগর উন্নয়ন ও পরিকল্পনা বিভাগের অধ্যাপক মুসলেহ উদ্দিন হাসান, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোবাইদা বেহতারিন, জেবুন নেসা ও ডা. লেলিন চৌধুরী প্রমুখ।  

পবার সাধারণ সম্পাদক ডা. আব্দুস সোবহান বলেন, এক সময় নগর রাষ্ট্র হবে বাংলাদেশ। তাই ভূমির সঠিক ব্যবহারের জন্য ভূমি নীতিমালা তৈরির সময় এসেছে। গ্রাম হবে শহর, এ ইশতেহার বাস্তবায়নে দক্ষ ব্যক্তিদের নিয়ে এখনই কাজ শুরু করা দরকার। সাধারণ মানুষকে সম্পৃক্ত করে নীতিমালা তৈরি করতে হবে, তাহলে মানুষ আইন সম্পর্কে জানবে। ফলে আইন মানার প্রবণতা তৈরি হবে।  

সেমিনারে বক্তারা বলেন, শিল্পায়নের পাশাপাশি ঢাকা শহরে বায়ু দূষণের অন্যতম কারণ পয়োনিষ্কাশন ব্যবস্থা। শহরকে বাঁচাতে সুষ্ঠু পয়োনিষ্কাশন ব্যবস্থা জরুরি। হাতিরঝিলে পয়োনিষ্কাশন ব্যবস্থা করার কথা থাকলেও এখনো করা হয়নি। তাই যেকোনো শহর করার আগে পরিকল্পনা করা জরুরি।    

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯ 
টিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।