ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ফুলবাড়ীতে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
ফুলবাড়ীতে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় স্ত্রীর সঙ্গে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছেন নুর মোহাম্মদ (২৩) নামে এক যুবক। 

রোববার (২৭ জানুয়ারি) ভোরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে শনিবার (২৬ জানুয়ারি) দিনগত রাতে এ ঘটনা ঘটে।

নুর মোহাম্মদ উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী গ্রামের ইসসাইল হোসেনের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, চার মাস আগে বিয়ে করেন নুর মোহাম্মদ। বিয়ের পর থেকেই স্ত্রী বেশির ভাগ সময় তার বাবার বাড়িতে থাকা নিয়ে পরিবারিক কলহ চলছিল। এরই সূত্র ধরে শনিবার রাতে পরিবারের সবার অজান্তে নিজ ঘরে বিষপান করেন তিনি। একপর্যায়ে তার গোঙানির শব্দ শুনতে পেয়ে পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে রোববার ভোরে তাকে রমেক হাসপাতালে নেওয়ার পথে তার মুত্যু হয়।    

ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) গোলজার হোসেন বাংলানিউজকে জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
এফইএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।