ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সিলেট বিআরটিএতে দুদক ‘আতঙ্ক’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
সিলেট বিআরটিএতে দুদক ‘আতঙ্ক’ সিলেট বিআরটিএ অভিসে দুদক কর্মকর্তাদের অভিযান

সিলেট: বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি’র (বিআরটিএ) সিলেট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৭ জানুয়ারি) দুপুরে দুদক সদস্যরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থিত বিআরটিএ কার্যালয়ে অভিযান চালান। তবে কাউকে আটক করতে দেখা না গেলেও কিছু সময়ের জন্য ‘দালালমুক্ত’ হয় বিআরটিএ কার্যালয়।

বিআরটিএ কার্যালয় সূত্র জানায়, দুদকের অভিযানের খবর পেয়ে চুক্তিভিত্তিক কর্মরত অনেকে পালিয়েছেন। দফতরের বাইরে ও বারান্দায় অন্যান্যদিনের মতো বহিরাগত দালালদের উৎপাত থাকলেও এদিন তা লক্ষ্য করা যায়নি।  

অভিযানের সময় দুদক সদস্যরা কার্যালয়ের নিচে দাঁড়িয়ে সেবা নিতে আসা বিভিন্ন লোকজনের যানবাহনের কাগজপত্র যাচাই-বাছাই করেন। পরে সহকারী পরিচালক ডালিম উদ্দিনের সঙ্গে আলাপ করে চলে যান।

এ ব্যাপারে বিআরটিএ’র সহকারী পরিচালক ডালিম উদ্দিন বাংলানিউজকে বলেন, বিআরটিএ জনসমাগমের স্থান (পাবলিক ফাংশন প্লেস)। এই প্রতিষ্ঠানের পরিবেশ পরিস্থিতি ঠিক আছে কিনা, তা দেখতেই দুদক সদস্যরা বিআরটিএ কার্যালয় পরিদর্শন করে গেছেন। কাউকে আটক করতে নয়।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।