ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

তেঁতুলিয়ায় শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
তেঁতুলিয়ায় শীতবস্ত্র বিতরণ

ঢাকা: তেঁতুলিয়ায় অসহায় দুস্থ শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) ও স্থানীয় তারুণ্যদীপ্ত সেচ্ছাসেবী সংগঠন ‘জাগ্রত তেঁতুলিয়া’।

রোববার (২৭ জানুয়ারি) এমটিবির সৌজন্যে ২০০ কম্বল বিতরণ করা হয়। এসব শীতবস্ত্র ঢাকা থেকে সংগ্রহ করে পৌঁছানো ও বিতরণে সার্বিক সহযোগিতা করে জাগ্রত তেঁতুলিয়ার সেচ্ছাসেবীরা।

খয়খাট পাড়া নূরানী ও হাফেজিয়া মাদ্রাসা, তিরনই হাট নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছাড়াও খয়খাট পাড়া, তিরনই হাট, ডাঙ্গা পাড়া, আলেরবাড়ী, দৌলত পাড়া, ধামনা গছ, দরগা শিং, ব্রম্মতোল, হাকিমপুর, ভক্তি ডাঙ্গি গ্রামে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

তেঁতুলিয়া উপজেলার খয়খাট পাড়া নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- তেঁতুলিয়া উপজেলার চেয়ারম্যান মো. রেজাউল করিম শাহিন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইয়াসিন আলী মণ্ডল, সাধারণ সম্পাদক কাজী মাহামুদুর রহমান ডাবলু, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম, তিরনই হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম প্রমুখ।

এছাড়াও খয়খাট পাড়া নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার সভাপতি আনোয়ার হুসাইন খোকন, সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দিন, প্রধান শিক্ষক মো. ইউনুস আলী, জাগ্রত তেঁতুলিয়ার একনিষ্ঠ কর্মী সাংবাদিক এম আতিকুজ্জামান শাকিল, রবিউল ইসলাম রতন, আব্দুল হান্নানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।