ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
মাধবপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

হবিগঞ্জ: মাধবপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী গৌতম বিশ্বাস মিঠু (২৯) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২৮ জানুয়ারি) রাতে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার স্টার সিরামিক্স ইন্ডাস্ট্রির পার্শ্ববর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে। মিঠু হবিগঞ্জ শহরের নয়াহাটি এলাকার গৌরাঙ্গ বিশ্বাসের ছেলে।


 
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বাংলানিউজকে জানান, হবিগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে মিঠুসহ তিনজন মাধবপুর যাচ্ছিলেন। পথিমধ্যে পেছন থেকে একটি গাড়ি তাদের চাপা দিয়ে চলে গেলে তিনজনই আহত হন।
 
স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মিঠুকে মৃত ঘোষণা করেন। অন্য দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

বাংলাদেশ সময়: ০৩৫০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।