ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে পুলিশের সেবা সপ্তাহ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
রাজশাহীতে পুলিশের সেবা সপ্তাহ শুরু

রাজশাহী: রাজশাহীতে পুলিশের সেবা সপ্তাহ শুরু হয়েছে। সোমবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মহানগরের সাহেব বাজার জিরোপয়েন্টে এ সেবা সপ্তাহের উদ্বোধন করেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। 

সেবা সপ্তাহ উপলক্ষে মহানগর পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।   

পরে মহনগরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

সিটি মেয়র ও পুলিশ কমিশনারের নেতৃত্বে শোভাযাত্রাটি সাহেব বাজার জিরোপয়েন্ট থেকে বের হয়ে মহানগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা ছাড়াও মহানগরের বিশিষ্ট নাগরিক ও কমিউনিটি পুলিশের সদস্যরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
এসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।