ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের গোডাউনে আগুন

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের গোডাউনে আগুন আগুন নেভানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিস কর্মীরা। ছবি-বাংলানিউজ

আশুলিয়া (ঢাকা): আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের গোডাউনে আগুন লেগে ওই গোডাউন, তিনটি দোকান ও তিনটি টিনশেড ঘর পুড়ে গেছে।

বুধবার (৩০ জানুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে আশুলিয়া থানার সামনে ছারছিনা এন্টারপ্রাইজ নামে একটি গ্যাস সিলিন্ডারের গোডাউনে এ অগ্নিকাণ্ড হয়।

প্রতক্ষ্যদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বিকেলে গ্যাস সিলিন্ডারের একটি গোডাউনে আগুন লেগে আশপাশে ছড়িয়ে পড়ে।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। তবে, এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ডিইপিজেড ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুল হামিদ বাংলানিউজকে জানান, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত করে বলা যাবে।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।