ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় ডিবির এসআই সাসপেন্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
খুলনায় ডিবির এসআই সাসপেন্ড

খুলনা: মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডিবির উপ-পরিদর্শক (এসআই) কৃপা সিন্ধুকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

বুধবার (৩০ জানুয়ারি) খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র শেখ মনিরুজ্জামান মিঠু এর সত্যতা নিশ্চিত করেছেন।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন বাংলানিউজকে জানান, মঙ্গলবার (২৯ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ৩টার দিকে খালিশপুর থানার হালদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে পাঁচ পিস ইয়াবাসহ বিক্রেতা মো. সাইফুল গাজী ও স্বর্ণালী আফরোজা স্বর্ণাকে আটক করা হয়।

এসময় ঘটনাস্থলের পাশে ডিবির এসআই কৃপা সিন্ধুকে পাওয়া যায়। এতো রাতে তিনি সেখানে কি করছেন জানতে চাইলে তার কোনো সদুত্তর তিনি দিতে পারেননি। এ ঘটনায় ডিবির এসআই কৃপা সিন্ধুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।