ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ডিএনসিসি’র মেয়র পদে ৬ প্রার্থীর মনোনয়নপত্র জমা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
ডিএনসিসি’র মেয়র পদে ৬ প্রার্থীর মনোনয়নপত্র জমা

ঢাকা: আসন্ন ঢাকা উত্তর সিটির করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে উপ-নির্বাচনে ছয় প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে তার কার্যালয়ে বুধবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, মেয়র পদে ২৬ জন মনোনয়নপত্র নিয়েছিলেন।

জমা দিয়েছেন ছয় জন। এরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম, জাতীয় পার্টির শাফিন আহমেদ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির ববি হাজ্জাজ, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির শাহিন খান, ন্যাশনাল পিপলস পার্টির আনিসুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিম।

আবুল কাসেম বলেন, ১৮টি নতুন ওয়ার্ডে সাধারণ ও ২টি ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৪৫ জন ও সাধারণ কাউন্সিলর পদে ১৬৭জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

আবুল কাসেম আরো বলেন, মনোনয়নপত্র বাছাই ২ ফেব্রুয়ারি ও প্রার্থিতা প্রত্যাহার ৯ ফেব্রুয়ারি। ১০ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ করা হবে। প্রতীক বরাদ্দের আগে কেউ প্রচারণা চালালে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৮টি নতুন ওয়ার্ডের নির্বাচনের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দীন মণ্ডল বাংলানিউজকে বলেন, ৬টি সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে ২৫ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১৫৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তরের মেয়র, উত্তর ও দক্ষিণ সিটির ৩৮ ওয়ার্ডে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
ইইউডি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।