ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে পাঁচ ইটভাটাকে সোয়া ৩ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
গাজীপুরে পাঁচ ইটভাটাকে সোয়া ৩ লাখ টাকা জরিমানা ভেকু মেশিন দিয়ে ভাটার কিছু ভাঙা হচ্ছে, ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের ইসলামপুর এলাকায় পাঁচটি অবৈধ ইটভাটা মালিককে ৩ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩০ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত গাজীপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর যৌথ অভিযান পরিচালানা করে এ জরিমানা করেন।

পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকারের উপস্থিতিতে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত ও পরিবেশ অধিদফতর সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের ইসলামপুর এলাকায় অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুসারে পাঁচটি অবৈধ ইটভাটাকে জরিমানা করা হয়।

ইটভাটাগুলোর মধ্যে ইকবাল হোসেন রনির মালিকানাধীন মেসার্স রনি ব্রিকসকে ৮০ হাজার টাকা ও আমজান হোসেন চৌধুরীর মালিকানাধীন মেসার্স শাকিল ট্রেনিং করপোরেশনকে ৫০ হাজার টাকা এবং ভাটা দু’টি ভেঙে দেওয়া হয়।

এছাড়া একই এলাকায় মাসুদুর রহমানের মালিকানাধীন বাসার ব্রিকসকে ৮০ হাজার টাকা, তানভীর সিরাজের মালিকানাধীন মেসার্স তাজিন ব্রিকসকে ৮০ হাজার টাকা ও নজরুল ইসলামের মালিকানাধীন নজরুল ব্রিকসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাঁচটি ইটভাটা মালিককে মোট ৩ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

গাজীপুর পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার জানান, পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসন যৌথভাবে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। অবৈধ ইটভাটা মালিককে জরিমানা ও ভেকু দিয়ে ইট ভেঙে দেওয়া হয়েছে। এ বছর মোট ১৪টি ইটভাটার ভেঙে দেওয়া হয়েছে। অনুমোদন ছাড়া যেসব ইটভাটা রয়েছে সেগুলোর বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

এ সময় পরিবেশ অধিদফতরের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহিদ ও দিলরুবা আক্তার, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাকারিয়া খান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জানুয়া‌রি ৩০, ২০১৯
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।