ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

আরএমপি সদর দফতর অস্থায়ীভাবে স্থানান্তর হচ্ছে শাহ মখদুমে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
আরএমপি সদর দফতর অস্থায়ীভাবে স্থানান্তর হচ্ছে শাহ মখদুমে

রাজশাহী: ভবন নির্মাণ কাজ শুরুর কারণে অস্থায়ীভাবে স্থানান্তর করা হবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দফতর।

আগামী ৪ ফেব্রুয়ারি সদর দফতর শাহ মখদুম থানা ভবনে স্থানান্তর করা হবে। ওই দিন থেকে রাজশাহী পুলিশ কমিশনার (আরএমপি) কার্যালয়ের সমস্ত কার্যক্রম অস্থায়ীভাবে সেখান পরিচালিত হবে।

বুধবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার ইফতে খায়ের আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বর্তমানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দফতর (পুলিশ কমিশনারের কার্যালয়) প্রাঙ্গনে নতুন অফিস ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে। তাই অস্থায়ীভাবে নবনির্মিত শাহ মখদুম থানা ভবনে স্থানান্তর করা হচ্ছে। নতুন ভবন না হওয়া পর্যন্ত সেখান থেকেই আরএমপির সব কার্যক্রম পরিচালিত হবে। নির্মাণ কাজ শেষে পুনরায় আরএমপি সদর দফতর নতুন ভবনে চালু হবে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।