ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবরক্ষকের দুই ভাইকে জিজ্ঞাসাবাদ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবরক্ষকের দুই ভাইকে জিজ্ঞাসাবাদ

ঢাকা: অবৈধভাবে স্বাস্থ্য অধিদপ্তরের শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে জাতীয় অ্যাজমা সেন্টারের হিসাবরক্ষক লিয়াকত হোসেন এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট বেলায়েত হোসেনকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

এরা দুজনই দুর্নীতির অভিযোগে বরখাস্ত স্বাস্থ্য অধিদফতরের হিসাবরক্ষক আবজাল হোসেনের ভাই।

হিসাবরক্ষক আবজালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে সম্প্রতি তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে স্বাস্থ্য অধিদপ্তর।

গত ১৬ জানুয়ারি (মঙ্গলবার) স্বাস্থ্য অধিদফতরের হিসাবরক্ষক আবজাল হোসেনের দুই ভাই ও তিন শ্যালককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক। তবে তারা তাতে সাড়া না দিয়ে তখন সময় চেয়ে আবেদন করেন।

গত ১০ জানুয়ারি আবজাল হোসেনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
আরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।