ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে বাস খাদে পড়ে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
নরসিংদীতে বাস খাদে পড়ে নিহত ১

নরসিংদী: নরসিংদীর শিবপুরে একটি বাস খাদে পড়ে স্বপন মিয়া (৪৫) নামে ওই বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ১২ জন। 

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সকালে শিবপুর উপজেলার কারারচরে সুলতানা ফিলিং স্টেশনের সামনে ঢাকা-সিলেট মহসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

শিবপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী মো. শফিকুল ইসলাম ভুইয়া জানান, সকালে মামুন পরিবহনের একটি বাস সুনামগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল।

পথে শিবপুর উপজেলার কারারচরে এসে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশের খাদে পড়ে যায়। এতে বাসটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই সুপারভাইজার স্বপন নিহত হন। এসময় আহত হন অন্তত ১২ জন। আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে গুরুতর আহত দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বেপরোয়া গতি ও ঘুম ঘুম চোখে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।